১৮ আগস্ট ২০২২, ২১:৪১

যে গোনাহ মাফ হবে না
আল্লাহ কেবল শিরকের গোনাহ মাফ করেন না। এ ছাড়া আর যাবতীয় গোনাহ তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে আর কাউকে শরিক করে, সে গোমরাহির মধ্যে অনেক দূর এগিয়ে গেছে। এ ধরনের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে দেবীর পূজা করে। তারা সেই বিদ্রোহী শয়তানের পূজা করে।
সূরা নিসা, আয়াত : ১১৬-১১৭

শেষ বিচারের হাসি
আর যখন তারা (কাফিররা) মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে (মুমিনদেরকে) নিয়ে চোখ টিপে বিদ্রƒপ করত। আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত। আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্রষ্ট।’ আর তাদেরকে তো মুমিনদের হিফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। অতএব আজ (শেষ বিচারের দিন) মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে। উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে। কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হলো তো?

[সূরা মুতাফফিফিন : ৩০-৩৬]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *