চাঁদ দেখে রোজা রাখা
‘আবদুল্লাহ ইব্নু উমার রা: থেকে বর্ণিত- আল্লাহর রাসূল সা: রমজানের কথা আলোচনা করে বললেন- চাঁদ না দেখে তোমরা সওম পালন করবে না এবং চাঁদ না দেখে ইফতার করবে না। যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তার সময় (ত্রিশ দিন) পরিমাণ পূর্ণ করবে।
বুখারি-১৯০৬, আল লু’লু ওয়াল মারজান-৬৫৩

রমজানের প্রত্যেক রাতে আহ্বান
আবু হুরাইরা রা: থেকে বর্ণিত- নবী সা: বলেন, রমজান মাসের প্রথম রাত যখন আগত হয়, তখন সব শয়তান ও অবাধ্য জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের সব দরজা বন্ধ করা হয়, সুতরাং তার একটি দরজাও খোলা হয় না। পরন্তু জান্নাতের সব দরজা খুলে রাখা হয়, সুতরাং তার একটি দরজাও বন্ধ রাখা হয় না। আর একজন আহ্বানকারী এই বলে আহ্বান করে, ‘হে মঙ্গলকামী! তুমি অগ্রসর হও। আর হে মন্দকামী! তুমি পিছে হটো (ক্ষান্ত হও)। আল্লাহ প্রতি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। (সম্ভবত তুমিও তাদের দলভুক্ত হতে পারো)।’ এরূপ আহ্বান প্রত্যেক রাতেই হতে থাকে।’
তিরমিজি : ৬৮২, ইবনে মাজাহ : ১৬৪২, বাইহাকি : ৮২৮৪, হাকেম : ১৫৩২, সহিহ তারগিব : ৯৯৮