২০ আগস্ট ২০২২, ০৬:৩৬

সাতটি ধ্বংসকারী কাজ থেকে দূরে থাকা
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘সাতটি ধ্বংসকারী কর্ম হতে দূরে থাকো’। সবাই বললেন, ‘হে আল্লাহর রাসূল! তা কি কি?’ তিনি বললেন, ‘আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতিমের মাল ভক্ষণ করা, (যুদ্ধক্ষেত্র হতে) যুদ্ধের দিন পলায়ন করা ও সতী উদাসীনা মুমিনা নারীর চরিত্রে মিথ্যা কলঙ্ক দেয়া।’
-বুখারি-২৭৬৬, মুসলিম-২৭২, আবু দাউদ-২৮৭৬, নাসায়ি-৩৬৭১

ইচ্ছাকৃতভাবে খুন হওয়া
ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘…আর যে ব্যক্তি ইচ্ছাকৃত (খুনি দ্বারা) খুন হবে, সেই খুনিকে খুনের বদলে খুন করা হবে। অতঃপর যে ব্যক্তি খুনি ও দণ্ডের মাঝে বাধা হয়ে দাঁড়াবে, তার ওপর আল্লাহ, ফেরেশতা ও সব মানুষের অভিশাপ।’
আবু দাউদ-৪৫৯৩, নাসায়ি-৪৪৫৬, ইবনে মাজাহ-২১৩১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *