১৭ আগস্ট ২০২২, ২০:২৭

তত্ত্বাবধায়কের কর্তব্যে অবহেলার জবাবদিহিতা
আনাস বিন মালিক রা: থেকে বর্ণিত- আল্লাহর রাসূল সা: বলেছেন, ‘আল্লাহ তায়ালা প্রত্যেক রক্ষককে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে এবং প্রত্যেক তত্ত্বাবধায়ক ও অভিভাবককে তার তত্ত্বাবধান এবং অভিভাবকত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। যথার্থই কি তারা তাদের কর্তব্য পালন করেছে, অথবা অবহেলা হেতু তা বিনষ্ট করেছে?’
-নাসায়ি-৯১৭৪, ইবনে হিব্বান-৪৪৯২, জামে-১৭৭৪

জাতির ওপর কখন বিপর্যয় নেমে আসে

বুরাইদাহ রা: থেকে বর্ণিত- নবী সা: বলেন, ‘যখনই কোনো জাতি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখনই তাদের মাঝে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। যখনই কোনো জাতির মাঝে অশ্লীলতা আত্মপ্রকাশ করে, তখনই সে জাতির জন্য আল্লাহ মৃত্যুকে আধিপত্য প্রদান করেন। (তাদের মধ্যে মৃত্যুর হার বেড়ে যায়।) আর যখনই কোনো জাতি জাকাতদানে বিরত হয়, তখনই তাদের জন্য (আকাশের) বৃষ্টি বন্ধ করে দেয়া হয়।’
-হাকেম-২৫৭৭, বায়হাকি-৬৬২৫, ১৯৩২৩, সিলসিলাহ সহিহাহ-১০৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *