১৩ আগস্ট ২০২২, ১২:৫৬
প্রত্যেকেই অধীনস্থের দায়িত্বশীলতার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে
ইবনে উমার রা: থেকে বর্ণিত- তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সা:-কে বলতে শুনেছি, ‘প্রতিটি মানুষই দায়িত্বশীল। সুতরাং প্রত্যেকে অবশ্যই তার অধীনস্থদের দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। দেশের শাসক জনগণের দায়িত্বশীল। সে তার দায়িত্বশীলতার ব্যাপারে জবাবদিহি করবে। পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। অতএব সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীগৃহের দায়িত্বশীল। কাজেই সে তার দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিত হবে। দাস তার প্রভুর সম্পদের দায়িত্বশীল। সে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থের দায়িত্বশীলতার ব্যাপারে জিজ্ঞাসিত হবে।’
বুখারি : ৮৯৩, ২৪০৯, ৫১৮৮, মুসলিম-৪৮২৮
মিথ্যা মালিকানা দাবিকারী
জুহাইর ইবনে হরব রা: ও আবুজর রা: থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সা:কে বলতে শুনেছেন, যে ব্যক্তি জেনেশোনে নিজের পিতার পরিবর্তে অন্য কাউকে পিতা বলে, সে কুফরি করল। আর যে ব্যক্তি এমন কোনো কিছুর দাবি করে, যা তার নয়, সে আমার দলের নয় এবং সে যেন তার ঠিকানা দোজখ বানিয়ে নেয়। আর যে কেউ কাউকে কাফের বলে সম্বোধন করলে বা আল্লাহর শত্রু বলে ডাকলে সম্বোধনকৃত ব্যক্তি যদি তদ্রুপ না হয়, তাহলে ওই কুফরি সম্বোধনকারীর প্রতি প্রত্যাবর্তিত হবে। [মুসলিম : ১২১]