অনলাইন ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৭
মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত জোটের নির্ধারিত দামের চেয়ে রাশিয়ার কাছ থেকে বেশি মূল্যে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল শুক্রবার এই ঘোষণা দিয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, সমুদ্রে রাশিয়ান ভাসমান জাহাজ থেকে বিভিন্ন দেশ কেনার সুযোগ দেবে কিন্তু তা কিনতে হবে নির্ধারিত মূল্যে।
যে সমস্ত দেশ নির্ধারিত মূল্য কিংবা তার চেয়ে কম দামে তেল কিনবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। আইন অনুযায়ী, ইন্স্যুরেন্স এবং সেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না।আমদানিকারক অথবা তেল পরিশোধনকারী যারা রাশিয়া থেকে তেল কিনতে চায় তাদেরকে নির্ধারিত দামের চেয়ে কমে তেল কিনতে হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে।
সূত্র : পার্সটুডে