অনলাইন ২৪ আগস্ট ২০২২, ২০ঃ৪০
অন্যায় বিচারকের সাথী করে দেয়া হয় শয়তানকে
আব্দুল্লাহ বিন আবি আওফা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘নিশ্চয় মহান আল্লাহ বিচারকের সাথে থাকেন, যতক্ষণ সে অন্যায় বিচার করে না। অতঃপর সে যখন অন্যায় বিচার করে, তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং শয়তানকে তার সাথী বানিয়ে দেন।’ -তিরমিজি-১৩৩০, হাকেম-৭০২৬, বায়হাকি-১৯৯৫৪
আল্লাহর আজাব বিদ্যমান সবাইকে গ্রাস করে
ইবনে উমার রা: থেকে বর্ণিতÑ তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যখন কোনো জাতির ওপর মহান আল্লাহ আজাব অবতীর্ণ করেন, তখন তাদের মধ্যে বিদ্যমান সব লোককে তা গ্রাস করে ফেলে। তারপর (বিচারের দিনে) তাদেরকে নিজ নিজ কৃতকর্মের ভিত্তিতে পুনরুত্থিত করা হবে।
-বুখারি : ৭১০৮, মুসলিম : ২৮৭৯, আহমাদ ৪৯৬৫,রিয়াদুস সলেহিন-১৮৩৯