২৫ আগস্ট ২০২২, ২২ঃ২০

কুরআন ও মুহাম্মদ সা:-কে আঁকড়ে ধরলেই সফলতা
হে মানুষ! অবশ্যি তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি প্রমাণ, (মুহাম্মদ সা:) আর আমি তোমাদের কাছে পাঠিয়েছি একটি সুস্পষ্ট নূর (আল কুরআন)। তাই যারা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং মজবুতভাবে আঁকড়ে ধরবে তাকে, তিনি তাদের দাখিল করবেন তাঁর রহমত ও অনুগ্রহের মধ্যে এবং তাদের পরিচালিত করবেন তাঁর দিকে সিরাতুল মুস্তাকিমে (সরল সঠিক পথে)।
-সূরা আন নিসা : আয়াত-১৭৪-১৭৫

কুরআন নিয়ে বিদ্রুপাত্মক আলোচনার মজলিস থেকে সরে যাওয়া
তুমি যখন দেখবে তারা আমার আয়াতগুলো নিয়ে বিদ্রুপাত্মক আলোচনায় লিপ্ত, তখন তুমি তাদের থেকে সরে যাও, যতক্ষণ না তারা কথার প্রসঙ্গ পাল্টায়। শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালিমদের সাথে আর বসবে না। সূরা আল আনআম, আয়াত-৬৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *