অনলাইন ডেস্ক ২২ আগস্ট ২০২২, ২০:০৫
মনের আকর্ষণ থাকা পর্যন্ত কুরআন পড়া
জুনদুব ইবনে আবদুল্লাহ রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, মনের আকর্ষণ থাকা পর্যন্ত কুরআন পড়বে। মনের ভাব পরিবর্তিত হলে অর্থাৎ- আগ্রহ কমে গেলে তা ছেড়ে উঠে যাবে।
-বুখারি-৫০৬০, মুসলিম-২৬৬৭, দারিমি-৪৪২
কুরআনের যা জানো, তা আমল করো
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘কুরআন সাতটি হরফে (সাত পদ্ধতির কিরাআতে) নাজিল হয়েছে। আর কুরআনের ব্যাপারে বিতর্ক করা কুফরি- তিনি এটি তিনবার বলেছেন। কুরআনের যে বিষয় তোমরা জানো তা আমল করো। আর এর যে সব বিষয়ে তোমরা জানো না, তা এ সম্পর্কে যারা আলিম, তাদের কাছে সোপর্দ করো। (আবু হাতিম (ইবনে হিব্বান) বলেন, রাসূলুল্লাহ সা:-এর বাণী, ‘কুরআনের যে বিষয় তোমরা জানো তা আমল করো’। এর অর্থ হলো- এর মধ্যে ‘সাধ্যমতো’ শব্দটিকে তিনি মনে মনে গোপন রেখেছেন, যার দ্বারা তিনি বুঝিয়েছেন, ‘কুরআনের যে বিষয় তোমরা জান, তা ‘সাধ্যমতো’ আমল করো। আর তাঁর বাণী- আর এর যে সব বিষয়ে তোমরা জানো না, তা এ সম্পর্কে যারা আলিম, তাদের কাছে সোপর্দ করো’ এতে এ বিষয়টির বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে, আর তা হলো- ‘যে জানে না, তাকে জিজ্ঞেস করো না’)।
সহিহ ইবনে হিব্বান/ কিতাবুল ঈলম-৭৪