অনলাইন ডেস্ক ১৭ আগস্ট ২০২২, ২০:৪৭
বিয়ের অনুষ্ঠানের আয়োজনে অংশ নিতে ৭০ জন সহকর্মীকে দাওয়াত দিয়েছিলেন চীনের এক তরুণী। কিন্তু মাত্র একজন এসেছিলেন সেই দাওয়াতে সাড়া দিতে। আর তাতেই মন খারাপ করে অভিমানে চাকরি ছেড়ে দিয়েছেন ওই তরুণী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজের প্রতিবেদনে বলা হয়, বিয়ের কার্ড দিয়ে অফিসের সব সহকর্মীকে নিমন্তণ করেছিলেন ওই তরুণী।কিন্তু বিয়ের সন্ধ্যায় আমন্ত্রিত ৭০ জন সহকর্মীর মধ্যে কেবল একজন এসেছেন সেদিনের দাওয়াত রক্ষা করতে।
এদিকে সহকর্মীদের খাওয়া-দাওয়ার জন্য আলাদা করে ছয়টি টেবিল ঠিক করে রেখেছিলেন তরুণী। পরিবারকে বলে খাবারের বড় আয়োজনও করেন। কিন্তু সহকর্মীরা না আসায় পরিবারের সদস্যদের সামনে চরম অস্বস্তিতে পড়েন তরুণী। অন্যদিকে নষ্ট হয় অনেক খাবারও।
পুরো ঘটনায় ভীষণ কষ্ট পান তরুণী। যে কারণে অভিমানে পরদিন সকালে অফিসে গিয়েই চাকরিটা ছেড়ে দেন তিনি। সহকর্মীদের জানিয়েও দেন, পুরো অফিসকে দাওয়াত করা সত্ত্বেও বিয়েতে একজন ছাড়া কেউ আসেননি বলেই চাকরি ছাড়ছেন।