অনলাইন ডেস্ক।বুধবার ,৯ নভেম্বর ২০২২ । ২৪ কার্তিক ১৪২৯ ।  ১৩ রবিউস সানি ১৪৪৪

ছবি সংগৃহীত

আগামী ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮০০ কোটিতে। এমন পূর্বাভাস চলতি বছর ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উপলক্ষে পাঁচ মাস আগেই দিয়েছিল জাতিসঙ্ঘ। ১১ জুলাই প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছিল, ধারণা করা হচ্ছে, আগামী ২০২৩ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে ভারত। আর যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে আগামী ২০৮০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা হতে পারে ১ হাজার ৪০ কোটি।
আগামী ১৫ নভেম্বর এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছি আমরা। এরই মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, গ্রহ হিসেবে পৃথিবীতে ৮০০ কোটি জনসংখ্যা কি খুব বেশি? অবশ্য বেশির ভাগ বিশেষজ্ঞ বলছেন, জনসংখ্যা সমস্যার চেয়ে পৃথিবীর ধনী বাসিন্দাদের অতিমাত্রায় সম্পদ ভোগই হচ্ছে তুলনামূলক বড় সমস্যা। জাতিসঙ্ঘের জনসংখ্যা তহবিলের প্রধান নাটালিয়া কানেম বলেন, ৮০০ কোটি মানুষ মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।
যদিও এই মুহূর্তটি সবাই উদযাপন না-ও করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বে অতিরিক্ত জনসংখ্যা বলে কেউ কেউ উদ্বিগ্ন। আমি এখানে বলতে চাই, মানবজীবনের নিছক এই সংখ্যা কোনো ভয়ের কারণ নয়।’

সূত্রঃএএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *