অনলাইন ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫০

পাকিস্তানে পাইপলাইনে গ্যাস সরবরাহ সম্ভব বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে বৈঠককালে পুতিন বিষয়টি জানান।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নিতে দুই নেতাই এখন সমরখন্দে অবস্থান করছেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কসহ অন্যান্য বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট আরো বলেছেন, পাকিস্তান ও রাশিয়ার মধ্যে গ্যাস পাইপলাইন বিদ্যমান অবকাঠামোর অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *