২৭ অক্টোবর ২০২২, ১১ কার্তিক ১৪২৯, ৩০ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে সিমেন্ট ও সারসহ ১৩ জাহাজ ও বাল্কহেড ডুবে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।

বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে জাহাজের উদ্ধার কাজ চলছিল।

আকিজ সিমেন্টের মালিক সামির হোসেন জানান, শিবচরের পদ্মা নদীতে নোঙর করে রাখা ৬০০ টন ইউরিয়া সারসহ এমভি কাঁঠালিয়া, ছয় হাজার ৫০০ বস্তা আমান সিমেন্টসহ সাজেদা পরিবহন-২, ৯ হাজার বস্তা সেভেন রিং সিমেন্টসহ আলফি-৩, ১০ হাজার বস্তা আকিজ সিমেন্টসহ এমভি মোহাম্মাদ, ৯ হাজার বস্তা ফ্রেস সিমেন্টসহ এমভি আর এস এন্টার প্রাইজ, আট হাজার ৫০০ বস্তা প্রিমিয়াম সিমেন্টসহ এমভি মোহাম্মদিয়া-৪, ছয় হাজার বস্তা বসুন্ধরা সিমেন্টসহ এমভি বসুন্ধরা-২৮সহ ১৩টি জাহাজ ও বাল্কহেড পদ্মায় ডুবে যায়।

তিনি আরো জানান, জাহাজডুবিতে কেউ নিহত হয়নি। এ পর্যন্ত আটটি জাহাজের মালামালের তথ্য পাওয়া গেছে।

নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহানুর আলী জানান, ‘জাহাজ ডুবির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *