অনলাইন ডেস্ক ২৯ জুলাই, ২০২২ ১২:০০

নিরাপত্তা ও গোপনীয়তার অযুহাতে বিশ্বের বিভিন্ন দেশের স্কুল-শিক্ষাপ্রতিষ্ঠানে গুগলের সফটওয়্যার থেকে শুরু করে ক্রোম ব্রাউজার ও অপারেটিং সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জানা গেছে, নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয় দেশটির শিক্ষা খাতসংশ্লিষ্টদের দ্রুত এসব পরিবর্তন বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের শঙ্কা, জাতীয় পর্যায়ে তথ্য সুরক্ষা বিধির পাশাপাশি অন্যান্য নীতিমালার সঙ্গে গুগলের সফটওয়্যার সাংঘর্ষিক। এসব পরিবর্তনের মধ্যে গ্রুপের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ছাড়াও স্বয়ংক্রিয় ওয়েবসাইট ট্রান্সলেশন ফিচার ও স্পেল চেকের মতো বিষয় অন্তর্ভুক্ত। তবে গুগলের যেসব সার্ভিস রয়েছে, সেগুলো ইউরোপের বাইরে আদৌ তথ্যপাচার করে কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। নীতিমালার অধীনে গুগল ক্লাউডে সংরক্ষিত সব ভৌগোলিক অবস্থানের তথ্য ইউরোপের মধ্যেই রাখতে হবে এবং এ ফিচার পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *