শুক্রবার । ২ ডিসেম্বর ২০২২ । ১৭ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪

ইন্দোনেশিয়ায় দূষিত কাশির সিরাপ সেবনের ফলে কিডনি বিকল হয়ে মৃত্যুর শিকার হওয়া শিশুদের অভিভাবকরা সরকার এবং সিরাপ প্রস্তুতকারী কয়েকটি ওষুধ কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। রাজধানী জাকার্তার একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ইন্দোনেশীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, কেন্দ্রীয় খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এবং কাশির সিরাপ প্রস্তুত ও বিপণনকারী ৭টি ওষুধ কোম্পানিকে আসামি করা হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী আওয়ান পুরইয়াদি।

আওয়ান পুরইয়াদি বলেন, ‘এত শিশু মারা গেল, অথচ কেউ কোনো দায়দায়িত্ব স্বীকার করল না। আমরা অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ।’ মামলায় বিবাদিপক্ষের কাছে মৃত প্রত্যেক শিশুর জন্য ২০০ কোটি রুপিয়াহ (১ লাখ ২৭ হাজার ৪৯ ডলার) এবং অসুস্থ প্রত্যেক শিশুর জন্য ১০০ কোটি রুপিয়াহ ক্ষতিপূরণ দাবি করেছেন অভিভাবকরা উল্লেখ করে পুরইয়াদি বলেন, ‘আপাতত ১২টি পরিবারের অভিভাবক মামলার বাদি হিসেবে নিজেদের তালিকাভুক্ত করেছেন।’


গত অক্টোবরের শেষ দিকে ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, চলতি বছর গুরুতর কিডনি জটিলতায় ভুগে ইন্দোনেশিয়ায় ১৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এই শিশুদের সবার বয়স ৫ বছরের মধ্যে এবং তাদের ৬৫ শতাংশই রাজধানী জাকার্তা ও তার আশপাশের অঞ্চলের এবং পরীক্ষা করে জানা গেছে, এই শিশুদের সবাই ঠাণ্ডাজ্বরে আক্রান্ত হয়েছিল এবং সুস্থ হয়ে উঠতে প্যারাসিটামল গ্রুপের যেসব কাশির সিরাপ তাদেরকে খাওয়ানো হয়েছিল, সেসব সিরাপে এথিলিন গ্লাইকল ও ডায়াথিলিন গ্লাইকল নামের দুটি রাসায়নিক উপাদানের বিপজ্জনক মাত্রার উপস্থিতি পাওয়া গেছে।

সূত্রঃ এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *