কাতার বিশ্বকাপে আজ (২৬ নভেম্বর) রয়েছে চারটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় আফ্রিকার অন্যতম পরাশক্তি তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সন্ধ্যা ৭টায় সৌদি আরবের মুখোমুখি হবে ইউরোপের দল পোল্যান্ড। রাত ১০টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ ডেনমার্ক ও দিবাগত রাত ১টায় লিওনেল মেসিদের প্রতিপক্ষ মেক্সিকো।

‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় সৌদি আরবের পয়েন্ট ৩। রাতের ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত করবে ‘আরবের বাজপাখিরা’। বিশ্বমঞ্চে টিকে থাকতে এই গ্রুপের অন্য তিন দলের জন্য জয় অনিবার্য। প্রথম ম্যাচে হেরে কঠিন সমীকরণের মুখোমুখি কোচ স্কালোনির শিষ্যরা। মেসির দলের সামনে জয় ছাড়া বিকল্প নেই। গ্রুপের অন্য দুই দলের পয়েন্ট সমান ১। তাই নকআউট পর্ব নিশ্চিতে দল দুটিরও জয়ের বিকল্প নেই।

‘ডি’ গ্রুপে আজকের ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত কিলিয়ান এমবাপ্পেরা। নকআউট পর্বে যাওয়ার জন্য গ্রুপের অন্য তিন দলের জয়ের বিকল্প নেই। ড্রয়ে তিউনিসিয়া ও ডেনমার্কের পয়েন্ট সমান ১ এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট শূন্য।

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। কোথায় কি খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনি বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল।

কাতার বিশ্বকাপ-২০২২

তিউনিসিয়া–অস্ট্রেলিয়া বিকেল ৪টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

পোল্যান্ড–সৌদি আরব সন্ধ্যা ৭টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

ফ্রান্স–ডেনমার্ক রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

আর্জেন্টিনা–মেক্সিকো রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *