১৭৭ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে

অনলাইন ডেস্ক ০১ নভেম্বর ২০২২, ১৬ কার্তিক ১৪২৯, ০৫ রবিউস সানি ১৪৪৪ হিজরি

মাচ্চু নদীতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে : আলজাজিরা 

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ধসের ঘটনায় মৃত্যু বেড়ে ১৪১ জনে পৌঁছেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। মোরবি জেলায় মাচ্চু নদীর ওপর ওই ঝুলন্ত সেতুটি রোববার সন্ধ্যায় কয়েক শ’ মানুষ নিয়ে হুড়মুড়িয়ে ধসে পড়ে। সে সময় সেতুতে থাকা অনেকেই ছিটকে নদীতে পড়ে যান। সোসাল মিডিয়ায় আসা ভিডিওতে ভেঙে পড়া সেতু থেকে মানুষকে ঝুলে থাকতেও দেখা যায়।
দুর্ঘটনার পর থেকে ১৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছেন, তাদের সন্ধানে নদীতে তল্লাশি চলছে। আহমদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে সেতুটি নির্মাণ করা হয়েছিল ১৯ শতকে, ভারতে ব্রিটিশ শাসনের সময়। স্থানীয়দের কাছে জুল্টো পুল নামে পরিচিত ২৩০ মিটার দীর্ঘ ওই সেতুতে অনেকেই বেড়াতে যান। সাত মাস বন্ধ রেখে সংস্কার কাজ সেরে মাত্র চার দিন আগেই গুজরাতের নববর্ষের দিন খুলে দেয়া হয়েছিল সেতুটি। কেন সেটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে গুজরাট প্রশাসন।

সূত্রঃএনডিটিভি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *