১২ জানুয়ারি ২০২৩, ২৮ পৌষ ১৪২৯, ১৮ জমাদিউস সানি ১৪৪৪
ইউরোপের দেশ জার্মানির অর্ধেকেরও বেশি কোম্পানি কর্মী সঙ্কটে ভুগছে। মূলত নির্দিষ্ট কাজের জন্য দক্ষ কর্মী খুঁজে না পাওয়ায় খালি থেকে যাচ্ছে হাজার হাজার পদ। জার্মানির চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিআইএইচকে) গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
ডিআইএইচকে জানিয়েছে, কোম্পানিগুলোর দক্ষ কর্মী খুঁজে না পাওয়ার সংখ্যাটি জার্মানির ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জরিপ চালিয়ে পাওয়া গেছে, প্রায় ২২ হাজার কোম্পানি প্রয়োজনীয় দক্ষ কর্মী পাচ্ছে না। ডিআইএইচকে-এর উপপ্রধান নির্বাহী আখিম ডার্কস এ ব্যাপারে বলেছেন, ‘আমরা ধারণা করছি প্রায় ২০ লাখ পদ শূন্য রয়ে গেছে। এর মানে কোম্পানিগুলো প্রায় ১০০ বিলিয়ন ইউরো সমমূল্যের পণ্য উৎপাদন করতে পারেনি।’
রয়টার্স