অনলাইন ডেস্ক ।শনিবার । ২৯ অক্টোবর ২০২২ । ১৩ কার্তিক ১৪২৯ । ২ রবিউস সানি ১৪৪৪
ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার অব্যাহত হামলার প্রেক্ষিতে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বর্তমানে দেশটির প্রায় ৪০ লাখ লোক অন্ধকারে রয়েছে।
শুক্রবার সন্ধ্যাকালীন ভাষণে এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
তিনি তার সান্ধ্যকালীন ভাষণে আরো বলেন, ‘এই সময়ে দেশের অনেক শহর ও অঞ্চলে ব্লাকআউট (অন্ধকার) শিডিউল চলছে। আমরা এ ধরনের ব্ল্যাকআউটের সময় কমিয়ে আনতে সবকিছু করছি।’
সূত্র : বাসস