অনলাইন ডেস্ক ২৪ আগস্ট ২০২২
গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ইউরোর। মঙ্গলবার (২৩ আগস্ট) আন্তর্জাতিক মুদ্রা বাজারে এক ডলারের বিনিময়ে মিলছে এক ইউরো। খবর ব্লুমবার্গের।
এ নিয়ে চলতি বছর ইউরোর দরপতন হয়েছে প্রায় ১২ শতাংশ। ইউরোপে অভিন্ন মুদ্রা চালুর পর এবারই প্রথম ডলার ও ইউরোর মান সমানে পৌঁছেছে। রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপ, আমেরিকাসহ সারা বিশ্বেই মূল্যস্ফীতির সূচক রেকর্ড ছুঁয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার হ্রাস করেছে। এই বাস্তবতায় ইউরোপসহ আমেরিকায় চলতি বছরের শেষ ভাগে অর্থনৈতিক মন্দার আশঙ্কা রয়েছে।
এছাড়া গেল শুক্রবার,নর্ড স্ট্রিম টু পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। ফলে বিনিয়োগ ও উৎপাদনের হার কমে ইউরোপের অর্থনীতি আরও অস্থিতিশীল হয়ে পড়ার শঙ্কা জানায়িছেন বিশেষজ্ঞরা।
এটিএম/