১৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:০০
দ্বীনের সঠিক জ্ঞান যারা পান
হজরত মুয়াবিয়াহ্ রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, আল্লাহ তায়ালা যার কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। বস্তুত আমি শুধু বণ্টনকারী। আর আল্লাহ তায়ালা আমাকে দান করেন।
-বুখারি-৭৩১২, মুসলিম-১০৩৭, মিশকাতুল মাসাবিহ-২০০
দু’জন ব্যক্তি ঈর্ষার পাত্র
ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লøাহ সা: বলেছেন, ‘কেবল দু’জন ব্যক্তি ঈর্ষার পাত্র। সেই ব্যক্তি যাকে আল্লাহ ধন-সম্পদ দান করেছেন এবং তাকে তা সৎপথে ব্যয় করার শক্তিও দিয়েছেন। আর সেই লোক যাকে আল্লাহ জ্ঞান-বুদ্ধি দান করেছেন, যার বদৌলতে সে বিচার-ফায়সালা করে থাকে ও তা অপরকে শিক্ষা দেয়।’
* এখানে ঈর্ষা বলতে, অপরের ধন ও জ্ঞান দেখে মনে মনে তা পাওয়ার আকাক্সক্ষা পোষণ করা। সেই সাথে এই কামনা থাকে না যে, অপরের ধ্বংস হয়ে যাক।
রিয়াদুস সালেহিন-২/১৩৮৫, সহিহুল বুখারি-৭৩, ১৪০৯, মুসলিম-৮১৬, ইবনে মাজাহ-৪২০৮, আহমাদ-৩৬৪৩