অনলাইন ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২২, ২১:১৭
জাপানের দ্রুতগামী বুলেট ট্রেন শিনকানসেন ছোটে ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে। বোয়িং ৭৪৭-এর ৮-আই মডেলের বিমানে ঘণ্টাপ্রতি প্রায় এক হাজার ৫৬ কিলোমিটার গতি তোলা যায়। তবে গতির নিরিখে এসব যানকেও গোহারা হারাতে হাইপারলুপ প্রযুক্তির যান। বিদেশী মাটিতে পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে এই হাইপারলুপ। ২০৩০ সালের মধ্যে এ প্রযুক্তির যান আসতে পারে ভারতে। দ্রুতগতির নানা বুলেট ট্রেনে ছেয়ে গেছে ইউরোপ, আমেরিকার বহু দেশ। চীন, জাপানেও রয়েছে বুলেট ট্রেন। সেগুলোতে চেপে অত্যন্ত কম সময়ে এক শহর থেকে অন্যত্র পৌঁছানো যায়। তবে হাইপারলুপ প্রযুক্তির যানে চেপে নাকি লস অ্যাঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকোর দূরত্ব (প্রায় ৬১৫ কিলোমিটার) পার করা যাবে মাত্র ৪৫ মিনিটে। তা নাকি ঘণ্টায় এক হাজার ২০০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। ২০১৩ সাল থেকেই এ প্রযুক্তির জনপ্রিয়তা ছড়াতে থাকে। সে সময় ‘হাইপারলুপ আলফা’ নামে ৫৮ পাতার একটি গবেষণাপত্র প্রকাশ্যে এনেছিলেন ধনকুবের ইলন মাস্ক। অন্য দিকে ২০২০ সালের নভেম্বরে এ প্রযুক্তিতে তৈরি প্রথম যাত্রীবাহী যান পরীক্ষামূলকভাবে চালিয়েছিল ভার্জিন হাইপারলুপ নামে আমেরিকার সংস্থা। বস্তুত ভার্জিন হাইপারলুপ ও হাইপারলুপ ট্রান্সপোর্টেশন টেকনোলজিস (হাইপারলুপ টিটি) নামে আমেরিকার দুই সংস্থা ২০৩০ সালের মধ্যে এ প্রযুক্তির যান বাজারে আনতে চায়।
সূত্রঃ ইন্টারনেট।