কপ২৭ জলবায়ু সম্মেলন
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোর জন্য আর্থিক সহায়তা দিতে তহবিল গঠন নিয়ে কপ২৭ সম্মেলনে ঐতিহাসিক চুক্তি হলেও জীবাশ্ম জ্বালানি কমানো নিয়ে কোনো অগ্রগতি হয়নি। সম্মেলনের নথিতে ধাপে ধাপে জীবাশ্ব জ্বালানি থেকে বেরিয়ে আসা নিয়ে কোনো চুক্তি হয়নি। কপ২৭ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধান আলোচক অলোক শর্মা বলেন, ‘ধাপে ধাপে জীবাশ্ম জ্বালানি থেকে নিষ্কৃতি? এই সম্মেলনের টেক্সটে সেটি নেই।’
মিসরের শারম আল শেখ এ অনুষ্ঠিত এবারের জলবায়ু সম্মেলনের আলোচনা প্রায় ভেস্তে যেতে বসেছিল এবং বাড়তি আরো দু’দিন আলোচনা চলেছে। এরপরই রোববার সকালে এসেছে ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ চুক্তির ঐতিহাসিক মুহূর্ত। উন্নয়নশীল দেশগুলো এতে সন্তুষ্ট, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে তাদের যে ক্ষতি হচ্ছে তার স্বীকৃতি তারা পাচ্ছে এই তহবিলের মাধ্যমে। তবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা এবং জলবায়ু পরিবর্তন রোধের যে কথা বলা হচ্ছে সেটি নিয়ে যুক্তরাজ্য ও ইইউ দেশগুলোসহ অন্য আরো অনেক দেশ ও সংগঠনই হতাশ। যুক্তরাজ্যের প্রধান জলবায়ু আলোচক অলোক শর্মা সাংবাদিকদের বলেছেন, ‘আমি অত্যন্ত হতাশ যে, আমরা আর বেশি দূর এগোতে পারছি না।’ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কপ২৭ সম্মেলনে যে অগ্রগতি হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন।
সূত্রঃবিবিসি