১২ আগস্ট ২০২২, ১৩:২৯
১৯৬১ সালের পর, সবচেয়ে শুষ্ক গ্রীষ্মকাল পার করছে ফ্রান্স।ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেপরোয়া হয়ে উঠেছে দাবানল। কোনোভাবেই নিভানো যাচ্ছে না ১৮ হাজার ২৮৬ একরজুড়ে ছড়িয়ে পড়া আগুন।
যার মধ্যে, বোরডাও শহরের বেশকিছু ঘরবাড়ি-স্থাপনা আগুনে পুড়ে ছাই হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ১০ হাজারের বেশি বাসিন্দাকে। ফায়ার ব্রিগেডের হাজারের বেশি কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের সাথে রয়েছে ৯টি হেলিকপ্টার। পানি এবং রাসায়নিক ছিটিয়ে চেষ্টা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের। কিন্তু, প্রবল বাতাস এবং তাপদাহের কারণে ব্যাঘাত ঘটছে।
জার্মানি ফায়ার ব্রিগেডের ৬৫ জনের একটি দল, পোল্যান্ড ও রোমানিয়ার বিশেষজ্ঞ দল পৌঁছে গেছে ফ্রান্সে। খুব দ্রুত মাঠ পর্যায়ে তারা নামবেন অভিযানে। গ্রিস ও সুইডেন বিশেষায়িত হেলিকপ্টার দিয়ে করছে সহযোগিতা।গেলো মাসেই, অঞ্চলটিতে ছড়ানো দাবানলে পুড়েছে সাড়ে ৩৪ হাজার একরের বেশি বনভূমি।