বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ২০:২০ টা
নিজের পছন্দনীয়কে ভাইয়ের জন্যও পছন্দ করা ঈমানের অংশ
মুসাদ্দাদ রহ: ও হুসাইন আল মুআল্লিম রহ: … আনাস রা: থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা: ইরশাদ করেন, ‘তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারি
হারাম উপার্জনের দেহ জাহান্নামেই উপযোগী
জাবির রা: থেকে বর্ণিততিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন ‘যে দেহের গোশত হারাম উপার্জনে গঠিত, তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম ধনসম্পদে গঠিত ও লালিত পালিত দেহের জন্য জাহান্নামই উপযোগী।
হাসান : আহমাদ-১৪৪১, শুআবুল ঈমান-৮৯৭২, দারিমি-২৭৭৯
সাওম পালনের ফজিলত
‘বিশুদ্ধ নিয়তে যে ব্যক্তি এক দিন রোজা রাখল, মহান আল্লাহ প্রতিদানস্বরূপ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে ৭০ বছরের দূরত্ব তৈরি করে দেবেন।’ -(বুখারি : ২৮৪০)