অনলাইন ডেস্ক ৮ আগস্ট, ২০২২ ১0:৫৭
যুক্তরাষ্ট্রে রবিবার একদিনেই ৬ হাজার ৩৭৮ ফ্লাইটে বিলম্ব হয়েছে। ৯১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের বরাত দিয়ে আজ সোমবার এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য হিল জানায়, প্রতিকূল আবহাওয়া, কর্মী সংকট ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। শিকাগো ও’হারারের ফ্লাইট বেশি বাতিল হয়েছে। তাদের প্রায় ১২ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। ৪০ শতাংশের বেশি ফ্লাইটে বিলম্ব হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ হয়েছে, যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারি বৃষ্টি হয়েছে রবিবার। বন্যার সতর্কতা সংকেতও জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রতিদিনই শত শত ফ্লাইট বাতিল করা হচ্ছে। এর আগে শনিবার ৬৫৭টি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্ব হয়েছে ৭ হাজার ২৬৭টি ফ্লাইটে।
সূত্র: সিএনএন