অনলাইন ডেস্ক ২৫ জুলাই ২০২২,১২:৪৯
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগরে হাকালুকি হাওরের বারহালি চাতলা বিলে হঠাৎ হাওরের পানি কুণ্ডলী বেঁধে আকাশে উঠে যায়। গত শনিবারের বিস্ময়কর এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দৃশ্য ভাইরাল হয়ে গেছে।
বাতাস ও পানির মোড়ানো লম্বা এক পিলারের আকৃতিতে বলা হয় ‘জলকুণ্ডলী’। অনেকটা টর্নেডোর মতো। জলভাগের ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রবলবেগে ঘূর্ণায়মান বায়ুর টানে সেখানকার পানি ঘূর্ণিমান জলকুণ্ডলী অবস্থায় উপরে উঠে যায়। একে বলে জলকুণ্ডলী। স্থানীয়রা এটিকে মেঘশূর বলে থাকেন। কেউ কেউ একে ধ্বংসের প্রতীকও মনে করে থাকেন।
বিশেষজ্ঞদের মতে, জলকুণ্ডলী দেখতে টর্নেডোর মতো হলেও টর্নেডোর সাথে এর মৌলিক পার্থক্য রয়েছে। টর্নেডোতে থাকে শুধু বায়ু আর জলকুণ্ডলীতে থাকে পানি। জলকুণ্ডলী সাধারণত পানিতেই থাকে বলে জনপদে তেমন ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে না। আর স্থলভাগের স্পর্শে এলে এটি গুঁড়িয়ে যায়।
গত শনিবার (২৩ জুলাই)সন্ধ্যায় বড়লেখা উপজেলার সুজানগর বারহালি চাতলা বিলের কাছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে এমন জলকুণ্ডলীর দেখা মিলে। হাকালুকিতে এমন দৃশ্য খুবই বিরল।
সুজানগরের বাসিন্দা শিক্ষক শরফ উদ্দিন বলেন, ‘এমন দৃশ্য বেশ কয়েক বছর আগে হাকালুকিতে দেখা গিয়েছিল বলে শুনেছি। এরপর এমন ঘটনা আজই শুনলাম।’ জলকুণ্ডলীর কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। সন্ধ্যায় ঘণ্টাখানেক স্থায়ী হওয়ার পর এটি অন্ধকারে বিলীন হয়ে যায়। সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার আগমুহূর্তে এমন দৃশ্য আমার এলাকার শত শত মানুষ দেখেছেন। এ ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।