হতাশায় মোড়ানো মৌসুম কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। রেড ডেভিলদের ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয়েছে চ্যাম্পিয়নস লীগের টিকিট না পেয়ে। গুঞ্জন ওঠেছে নতুন মৌসুমে নতুন ঠিকানায় দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে ম্যানইউর দুর্দিনে পাশে থাকার ইঙ্গিত দিলেন পর্তুগিজ সুপারস্টার। রনের আশা, নতুন কোচ এরিক টেন হাগের অধীনে দিন ফিরবে ইউনাইটেডের।
ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, নিজের ভবিষ্যত নিয়ে ম্যানইউ কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন রোনালদো। প্রিয় শিষ্যকে ওল্ড ট্রাফোর্ডে থিতু হওয়ার আহ্বান জানান স্যার ফার্গুসন। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে নতুন মৌসুমে শিরোপা জেতার প্রত্যাশা ব্যক্ত করেন রোনালদো। সুতরাং, গুরু ফার্গুসনের পরামর্শ অনুযায়ী হয়তো দলবদল করছেন না সিআরসেভেন।
রোনালদো বলেন, ‘আমরা অনেক খুশি এবং উত্তেজিত। শুধু খেলোয়াড়রাই নয়; সমর্থকরাও আনন্দিত। আমরা বিশ্বাস করি, আগামী মৌসুমে শিরোপা জিতব আমরা।’
নতুন মৌসুমে ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে দেখা যাবে ডাচ কোচ এরিক টেন হাগকে
রোনালদোর বিশ্বাস আয়াক্সের সাবেক কোচের পরিকল্পনায় ছন্দে ফিরবে ম্যানইউ। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, তিনি আয়াক্সে অসাধারণ দায়িত্ব পালন করেছেন। তিনি অভিজ্ঞ একজন কোচ। আমাদের তাকে সময় দিতে হবে। তার পরিকল্পনাতেই সবকিছু পরিবর্তন হবে।’
তিন বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আসছেন টেন হাগ। আয়াক্সে পাঁচ বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচটি শিরোপা জিতেন তিনি।
ব্যর্থতার বৃত্ত ভেদ করতে ওলে গানার সুলশারের স্থলাভিষিক্ত করা হয় রালফ রাংনিককে। তবে অন্তর্বর্তীকালীন কোচের অধীনেও ভাগ্য বদলায়নি রোনালদোদের। পর্তুগাল অধিনায়ক বলেন, ‘আশা করি, অবশ্যই (নতুন কোচের অধীনে) সফলতা পাব। আমি তাকে (রাংনিককে) শুভ কামনা জানাই।’
এদিকে দলবদল না করলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগ মিস করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পোর্টিং লিসবনের হয়ে অভিষেক হওয়ার পর থেকে কোনো মৌসুমে চ্যাম্পিয়নস লীগ বাদ যায়নি রোনালদোর।