সফরের উদ্দেশ্য পূরণ হয়ে গেলে তাড়াতাড়ি ফেরা
আবু হুরাইরা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেন, ‘সফর আজাবের অংশ বিশেষ। সফর তোমাদেরকে পানাহার ও নিদ্রা থেকে বিরত রাখে। সুতরাং যখন তোমাদের কারো সফরের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তখন সে যেন বাড়ি ফেরার জন্য তাড়াতাড়ি করে।’
বুখারি-১৮০৪, ৩০০১, মুসলিম-১৯২৭, রিয়াদুস সালেহিন-৯৯১

কুরআন নিয়ে সফরে যাওয়া
আবদুল্লাহ ইবনে উমার রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: শত্রুর দেশে কুরআন নিয়ে সফর করতে নিষেধ করেছেন। (ইমাম মুসলিমের এক বর্ণনায় আছে, কুরআন নিয়ে সফরে বের হয়ো না। কারণ কুরআন শত্রুর হাতে পড়ে যাওয়া আমি নিরাপদবোধ করি না)।
-বুখারি-২৯৯০, মুসলিম-১৮৬৯, আবু দাউদ-২৬১০,
ইবনে মাজাহ-২৮৭৯, মুয়াত্ত্বা মালিক-১৬২৩

প্রকৃত বলবানের পরিচয়
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘(প্রকৃত) বলবান সে নয়, যে কুস্তিতে (অপরকে পরাজিত করে)। প্রকৃত বলবান (কুস্তিগীর) তো সেই ব্যক্তি, যে ক্রোধের সময় নিজেকে কাবুতে রাখতে পারে।’
-বুখারি-৬১১৪, মুসলিম-২৬০৯, আহমাদ-৭১৭৮,
রিয়াদুস সালেহিন-৪৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *