অনলাইন ডেস্ক ০৭ আগস্ট ২০২২ ৮ঃ৪৫
মধ্যপন্থা অবলম্বন করা
আবু হুরায়রা রা: থেকে বর্ণিতÑ তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘কস্মিনকালেও তোমাদের কাউকে তার নিজের আমল কখনো নাজাত দেবে না।’ তারা বললেন, হে আল্লাহর রাসূল! আপনাকেও না? তিনি বললেন, ‘আমাকেও না। তবে আল্লাহ আমাকে তাঁর রহমত দিয়ে আবৃত রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকালে এবং রাতের শেষভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে।’
(বুখারি-৬৪৬৩)
প্রতিটি অঙ্গের সাদকাহ্
আবু হুরায়রা রা: হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সা: বলেছেন, প্রত্যহ যখন সূর্য ওঠে মানুষের (শরীরের) প্রত্যেক গ্রন্থির সাদকাহ দেয়া অবশ্য কর্তব্য। দু’জন মানুষের মাঝে ইনসাফ দেয়া হচ্ছে সাদকাহ, কোনো আরোহীকে তার বাহনের ওপর আরোহণ করতে বা তার ওপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ, ভালো কথা হচ্ছে সাদকাহ, সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকাহ এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকাহ। [বুখারি :২৯৮৯, মুসলিম : ১০০৯]