২৮ আগস্ট ২০২২,২০:৩২
মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি মসজিদে হারামে ইবাদত-বন্দেগীর উদ্দেশে আগত নারীদের জন্য সেবামূলক একটি নতুন সার্ভিস চালু করেছে যা হল মসজিদুল হারামে বই বিতরণ। কর্মসূচির আওতায় মসজিদে হারামের গুরুত্বপূর্ণ স্থানগুলোর দিকনির্দেশনা দেয়ার জন্য আন্তর্জাতিক বিভিন্ন ভাষায় গাইড বুক বিতরণ করা হচ্ছে।
শনিবার আলআরাবিয়া জানিয়েছে,বিশ্বের বিভিন্ন ভাষায় মসজিদে হারামের এই গাইড বুক প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত গাইড বুকে মসজিদে হারামের ভেতর-বাইরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর বিস্তারিত ও সংক্ষিপ্ত নকশা এঁকে পরিচয় করে দেয়া হয়েছে।
তথ্য থেকে জানা যায়,এমন কার্যক্রম চালু করার প্রধান উদ্দেশ্য, মসজিদুল হারামের নারী মুসল্লি ও জিয়ারতকারীরা যেন সহজে ফজিলতসমৃদ্ধ ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করতে সক্ষম হন।
সূত্র : আলআরাবিয়া