অনলাইন ডেস্ক ২৭ আগস্ট ২০২২,০১:২১
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এশিয়ার ক্রিকেটপ্রেমিদের জন্য বাড়তি উন্মাদনা ও উত্তেজনা কাজ করে। দুই দেশের সীমান্ত সমস্যার কারণে এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি এবং এসিসির ইভেন্ট ছাড়া তাদের মাঠের লড়াই লক্ষ্য করা যায় না।
ক্রিকেট বিশ্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের মধ্যকার কোনো খেলা। আসন্ন এশিয়া কাপের মঞ্চে দুই দল মুখোমুখি হবে আগামী ২৮ আগস্ট। এই ম্যাচ দিয়ে দুই দলই শুরু করবে নিজেদের এবারের এশিয়া কাপের যাত্রা।দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন দুই বাংলাদেশি। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।কেবল অন ফিল্ড নয় অফ ফিল্ডিং আম্পায়ারিংয়েও থাকবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। এই আম্পায়ার ভারত-পাকিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাসুদুর রহমান এর আগে ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ৪১ ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী মুকুল।