অনলাইন ডেস্ক ১৩ আগস্ট, ২০২২ ১১:২২৭
হ্যাঁ অবাক হলেও সত্য ঢাকার পাশে পূর্বাচলে দেখা মিলেছে এক জোড়া ‘বাঘ’ শাবকের। খবরটি জানাজানির পর আতঙ্কিত এলাকাবাসী। তবে, বাঘগুলো কোন প্রজাতির তার খবর জানা যায়নি।
পিচঢালা সড়কে দেদারসে খেলাধুলা করছে দুটি বাঘ শাবক। রাজউক পূর্বাচলের ২৫ নম্বর সেক্টরে দেখা মিলেছে এই দৃশ্য। গত ৯ আগস্ট ওই সড়ক দিয়ে যাবার পথে প্রথমবারের মতো বাঘ দুটোকে দেখতে পান পথচারীরা। রাতের আধাঁরে ধারণ করা বাঘ দুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, এলাকাবাসীর মধ্যে দেখা দেয় আতঙ্ক। জরুরি প্রয়োজনে লাঠি নিয়ে চলাচল করছেন অনেকেই। এরইমধ্যে বাঘের আক্রমণে গবাদি পশু মারা যাওয়ার খবরও জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, পূর্বাচলের ২৪ আর ২৫ নম্বর সেক্টরের বড় একটি অংশ বনবিভাগের জমি। পূর্বাচলের সৌন্দর্য রক্ষায় সেখানে বসতির পরিবর্তে রাখা হয়েছে বনায়ন। গজারী বনে এ এলাকায় অন্যান্য প্রাণীর অভয়ারণ্য থাকলেও এই প্রথম চোখে পড়লো বাঘ।