• অনলাইন ডেস্ক
  •  ২৭ জুন ২০২২, ১২:৪৯

সোমবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সকালে বাইকাররা সেতুর টোলপ্লাজা ঘিরে রাখে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাইকারদের বুঝিয়ে একটি ফেরি দিয়ে নদী পারাপারের ব্যবস্থা করে দেয়া হয়।পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে একটি ফেরি মাওয়াঘাট থেকে ছেড়ে যায়।

এর আগে রোববার রাতে সেতু বিভাগের বরাত দিয়ে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এর আগে রোববার সকাল থেকে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়। প্রথম দিনেই সন্ধ্যায় পদ্মা সেতুতে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দু’জন মারাত্মক আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *