ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে ২০০২ সালের গুজরাট দাঙ্গার বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই সময় গুজরাটের মুখমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। এ তথ্যচিত্রকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে অভিহিত করেছে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ কারণে এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজধানী নয়া দিল্লির জওয়াহেরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র ইউনিয়নের একদল শিক্ষার্থী সিদ্ধান্ত নেন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একসাথে এই তথ্যচিত্র দেখবেন তারা। এ জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করেন তারা। কিন্তু এতে বাধা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি