তুরস্কে ভূমিকম্পের ৮০ ঘণ্টার বেশি সময় পর ধ্বংসস্তূপ থেকে ৮ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিয়ারবাকি শহর থেকে ওই ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
এদিন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৪ হাজার ১৪ জন। আর আহত হয়েছেন ৬৩ হাজার।
এছাড়া ৬ হাজার ৪০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে, সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ১৬২ জন।
ফলে দুই দেশে ওই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ১৭৬ জন।
স্থানীয় সময় সোমবার ভোর রাত ৪টা ১৭ মিনিটে ৭.৮ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় দক্ষিণ-পূর্ব তুরস্ক ও পার্শ্ববর্তী সিরিয়ার সীমান্ত এলাকায়।
এ ভূমিকম্পের পর আরো ছয়টি কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।
তবে বড় ঝাঁকুনির প্রায় ১২ ঘণ্টা পর আরো একটি শক্তিশালী (৭.৫ মাত্রার) ভূমিকম্প অনুভূত হয়েছে।
সূত্র : আলজাজিরা