২৭ অক্টোবর ২০২২, ১১ কার্তিক ১৪২৯, ৩০ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি

ডলারের মূল্য নির্ধারণে নতুন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাতের শীর্ষ নির্বাহীরা। যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

রোববার (২৩ অক্টোবর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতারা এ সংক্রান্ত একটি বৈঠকে বসেন।

সভায় নেওয়া সিদ্ধান্ত মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দাম আরও ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রপ্তানি বিল নগদায়নের ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ৯৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রেমিট্যান্সের বিপরীতে ডলারের দাম ১০৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। আর রপ্তানি বিলের ক্ষেত্রে ডলারের দাম ছিল সর্বোচ্চ ৯৯ টাকা। তার আগে গত ১১ সেপ্টেম্বর ব্যাংকারদের সভায় এক্সপোর্ট প্রসিডে ৯৯ টাকা ও রেমিট্যান্সের ডলার ১০৮ টাকায় কেনার সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *