অনলাইন ডেস্ক।বুধবার,৯ নভেম্বর ২০২২ । ২৪ কার্তিক ১৪২৯ । ১৩ রবিউস সানি ১৪৪৪

পাকিস্তানের কাছে হেরে সুপার টুয়েলভ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। যদিও আজকের ম্যাচটি জিতলেই তারা সেমিফাইনালে চলে যেত। সেটা হয়নি।সুপার টুয়েলভে দুই ম্যাচ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এটাই এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মেন্স। তা কেমন আয় রোজগার হলো এবার বিশ্বকাপ থেকে?

আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সুপার টুয়েলভে সরাসরি খেলা ৮ দল প্রত্যেকে পাবে ৭০ লাখ টাকা করে।  আর প্রতি ম্যাচ জয়ে সুপার টুয়েলভ পর্বের দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে। এই হিসেবে বাংলাদেশ দল প্রায় দেড় কোটি টাকা পাচ্ছে বিশ্বকাপ থেকে। সেমিফাইনালে উঠলে এই টাকার অংক আরও বেড়ে যেত। কারণ শেষ চারের প্রতিটি দল পাবে ৪ কোটি টাকা করে।

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ কোটি টাকা। আসরে সব মিলিয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা। উল্লেখ্য, এবারের আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ২টিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *