অনলাইন ডেস্ক প্রকাশ: ০১ আগস্ট ২২ । 8:০৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। আর তা নেভাতে কাজ করছেন শত শত দমকলকর্মী।

দ্য ম্যাককিনি ফায়ার, এটি স্থানীয় সময় শুক্রবার উত্তারঞ্চলের সিসকিউ কাউন্টিতে শুরু হয়। ইতোমধ্যে এ দাবানলে ২১ হাজার হেক্টর (৫২ হাজার ৫০০ একর) এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত দুই হাজার বাসিন্দা ও প্যাসিফিক ক্রেস্ট ট্রেইলের ট্রেকাররা ঘটনাস্থল ছেড়েছেন। ওই এলাকার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

রেড ফ্ল্যাগ সতর্কতা ইঙ্গিত দিচ্ছে যে, পরিস্থিতি কীরকম ভয়ঙ্কর। এ ছাড়া ক্যালিফোর্নিয়া খরা পরিস্থিতি মোকাবিলা করছে।

রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম বলেন, ঘরবাড়ি পুড়ে যাওয়া ও অবকাঠামো ঝুঁকিতে পড়ার মধ্যে সিসকিউ কাউন্টিতে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে শুষ্ক জ্বালানি, তীব্র খরা পরিস্থিতি, উচ্চ তাপমাত্রা, বাতাস ও বাজে ঝড়ের কারণে।

কর্তৃপক্ষ বলছে, সামনের দিনে সম্ভাব্য বজ্রপাতে আগুনের তীব্রতা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের বন বন বিভাগ সতর্ক করে বলেছে, পরিস্থিতি ‘এলোমেলো ও শক্তিশালী বাতাসের কারণে দমকলকর্মীদের জন্য ভয়াবহ রূপ নিতে পারে এবং যে কোনো দিকেই আগুন ছড়িয়ে পড়তে পারে।’

ক্যালিফোর্নিয়া ভয়াবহ খরা পরিস্থিতি মোকাবিলা করছে। যদিও এখনো রাজ্যটির সামনে দাবানলের মৌসুম রয়ে গেছে। জলবায়ু পরিবর্তন শুষ্ক আবহাওয়ার ঝুঁকি বাড়িয়েছে, যা দাবানলের জন্য জ্বালানি হিসেবে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *