অনলাইন ডেস্ক। ১১ মে ২০২৩, ২০:২৬
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর মঙ্গলবার থেকে পাকিস্তানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত এবং ১ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দেশটির বিভিন্ন হাসপাতাল ও পুলিশ কর্মকর্তারা বার্তা সংস্থা সিনহুয়াকে এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ ও হাসপাতালের একাধিক সূত্র সিনহুয়াকে জানিয়েছে, নিহতরা সবাই বেসামরিক নাগরিক এবং আহতদের মধ্যে ১ হাজার ৩৯৩ জন বেসামরিক এবং ৩৫৭ জন পুলিশ সদস্য রয়েছে।
খানের গ্রেফতারের পর তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কর্মীরা রাস্তায় নেমে আসার পর সংঘর্ষ শুরু হয়।
ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) মঙ্গলবার খানকে ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে দুর্নীতির অভিযোগে আটক করে, যখন তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলার শুনানির জন্য তাকে সেখানে হাজির করা হয়েছিল।
দেশটির ফেডারেল সরকার বিক্ষোভকারীদের থামাতে এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রধান শহরগুলোতে সেনাবাহিনী মোতায়েন করেছে।
সূত্র : ইউএনবি