অনলাইন ডেস্ক ২১ অক্টোবর ২০২২, ০০:০০

যুক্তরাষ্ট্রের বড় বড় সামরিক কর্মকর্তা অবসরের পর বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাকরির সন্ধানে ছুটছেন। এ তালিকায় ট্রাম্প, ওবামা, ক্লিনটনের সময়ের শীর্ষ সেনাকর্মকর্তারাও রয়েছেন। ভালো বেতন পাওয়া যায় বলে তারা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে চাকরির ব্যাপারে বেশি আগ্রহী। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানে এ তথ্য জানা গেছে। সাবেক জেনারেল, অ্যাডমিরালসহ শত শত অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক কর্মকর্তা তাদের সামরিক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে লোভনীয় চুক্তিতে অন্য দেশের জন্য কাজ করছেন। এদের বেশির ভাগই মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব ও আরব আমিরাতে কাজ করছেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল জিম ম্যাটিস সংযুক্ত আরব আমিরাতের সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জেমস এল জোনস রিয়াদের সাথে কাজ করেছেন। বিল ক্লিনটন প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা জোনস উইলিয়াম কোহেনও সৌদি আরবের সাথে কাজ করেন। এই তালিকাটি বেশ দীর্ঘ এবং এ ক্ষেত্রে খাশোগির মৃত্যু বা ইয়েমেনে সৌদি জোটের হামলার মতো বিতর্কিত বিষয়গুলো তাদের চাকরির পথে বাধা হয়ে দাঁড়ায়নি। তারা দাবি করেন, এসব ক্ষেত্রে তারা নিয়োগকারী প্রতিষ্ঠান বা দেশকে পরিচালনামূলক, কৌশলগত, তথ্যগত ও নৈতিক দিক সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন।

সূত্রঃ ওয়াশিংটন পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *