৩১ আগস্ট ২০২২ ১২ঃ১৩

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩১ আগস্ট) তার কোভিড-১৯ শনাক্ত হয়। এর পর তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ৯৭ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থা বহুদিন ধরেই ভালো যাচ্ছে না। এরমধ্যে কোভিড আক্রান্তের খবর তার অনুসারীদের মনে শঙ্কার ছাপ ফেলছে।

তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা কেমন তার বিস্তারিত জানানো হয়নি। গত জানুয়ারি মাসেও মাহাথির হৃদরোগের কারণে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন।

খবরে আরও বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। 

তিনি দুই বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। একবার ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর ২০১৮ সালের মে মাসে ক্ষমতায় ফিরে দুই বছর পর পদত্যাগ করেন তিনি।

গেল শনিবারই তিনি গেরাকান তানাহ এয়ার নামক নতুন রাজনৈতিক দল নিয়ে আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন। 

সে সময় তিনি বলেছিলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত এবং আমরা মালয়েশিয়ার সবকটি আসনে প্রার্থী দেবো। দেশের ৫০ শতাংশ আসনে জয় না পেলেও আমরাই হব বিজিত বড় দল।  

/এনএএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *