মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২,১১ঃ৪৩
ভালো কাজ ডান দিক থেকে শুরু করা
আয়েশা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সা: সব কাজে (যেমন) অজু করা, মাথা আঁচড়ানো ও জুতা পরা (প্রভৃতি সব ভালো) ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন।
-বুখারি : ১৬৮, ৪২৬, মুসলিম : ২৬৮,
তিরমিজি : ৬০৮, রিয়াদুস সালেহিন : ৭২৫
কারো দায়িত্ব নিয়ে কষ্টে ফেলা
আয়েশা রা: থেকে বর্ণিত- আমি রাসূলুল্লাহ সা:-কে আমার এই ঘরে বলতে শুনেছি, ‘হে আল্লাহ! যে কেউ আমার উম্মতের কোনো কাজের কিছু দায়িত্ব নিয়ে তাদের কষ্টে ফেলবে, তুমি তাকে কষ্টে ফেলো। আর যে কেউ আমার উম্মতের কোনো কাজের কিছু দায়িত্ব নিয়ে তাদের সাথে নম্র্রতা করবে, তুমি তার সাথে নম্র্রতা করো।’
-মুসলিম-৪৮২৬