অনলাইন ডেস্ক ০২ আগস্ট ২০২২, ১১:১৯

গালাগালির কুবাক্য সূচনাকারীর ওপর বর্তায়
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘আপসে গালাগালিতে রত দু’জন ব্যক্তি যেসব কুবাক্য উচ্চারণ করে, সেসব তাদের মধ্যে সূচনাকারীর ওপর বর্তায়; যতক্ষণ না অত্যাচারিত ব্যক্তি (প্রতিশোধ গ্রহণে) সীমা অতিক্রম করে।’
মুসলিম-২৫৮৭, আহমাদ-৭১৬৪, ৯৯৫৬, রিয়াদুস সালেহিন-১৫৬৯

পুণ্যে পাপ মুছে যায়
আবু যার জুন্দুব ইবনে জুনাদাহ রা: ও মুআজ ইবনে জাবাল রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহকে ভয় করো এবং পাপের পরে পুণ্য করো, যা পাপকে মুছে ফেলবে। আর মানুষের সাথে সদ্ব্যবহার করো।’
তিরমিজি-১৯৮৭, আহমাদ-২০৮৪৭

ভালোবাসার পরীক্ষা
আনাস রা: থেকে বর্ণিত- রাসূল সা: বলেছেন, ‘যখন আল্লাহ তাঁর বান্দার মঙ্গল চান, তখন তিনি তাকে তাড়াতাড়ি দুনিয়াতে (পাপের) শাস্তি দিয়ে দেন। আর যখন আল্লাহ তাঁর বান্দার অমঙ্গল চান, তখন তিনি তাকে (শাস্তিদানে) বিরত থাকেন। পরিশেষে কিয়ামতের দিন তাকে পুরোপুরি শাস্তি দেবেন।’ নবী সা: আরো বলেন, ‘বড় পরীক্ষার বড় প্রতিদান রয়েছে। আল্লাহ তায়ালা যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তার পরীক্ষা নেন। ফলে তাতে যে সন্তুষ্ট (ধৈর্য) প্রকাশ করবে, তার জন্য (আল্লাহর) সন্তুষ্টি রয়েছে। আর যে (আল্লাহর পরীক্ষায়) অসন্তুষ্ট হবে, তার জন্য রয়েছে আল্লাহর অসন্তুষ্টি।’
-মুসলিম-২৩৯৬, ইবনে মাজাহ-৪০৩১, রিয়াদুস সালেহিন-৪৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *