১৬ সেপ্টেম্বর ২০২২, ০১ আশ্বিন ১৪২৯, ১৯ সফর ১৪৪৪ হিজরি
যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- নবী সা: বলেন, ‘জান্নাতে এমন লোক প্রবেশ করবে,যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো’। (কারো কাছে এর অর্থ হলো- তারা পাখির মতো আল্লাহর ওপর নির্ভরশীল হবে। আর অনেকের কাছে এর অর্থ হলো- পাখির অন্তরের মতো তাদের অন্তর নরম হবে)।
-মুসলিম-৭৩৪১
কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করে নেয়া
আয়েশা রা: থেকে বর্ণিত- রাসূল সা: বলেছেন, ‘আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। আর তিনি কোমলতার প্রতি যত অনুগ্রহ করেন, কঠোরতা ও অন্য কোনো আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না।’ মুসলিমের অপর এক বর্ণনায় আছে, একদা রাসূল সা: আয়েশা রা:-কে বলেন, ‘কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা থেকে নিজেকে বাঁচাও। কারণ যাতে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি হয়। আর যাতে কোমলতা থাকে না, তা দোষণীয় হয়ে পড়ে।’
-মুসলিম, মিশকাত-৫০৬৮