অনলাইন ডেস্ক ০১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৭
জুমার দিন সর্বোত্তম
আওস ইবনে আওস রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এ দিনই আদম আ:-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনই শিঙ্গায় ফুঁ দেয়া হবে এবং এ দিনই কিয়ামাত (কিয়ামত) সংঘটিত হবে। অতএব তোমরা এ দিন আমার প্রতি অধিক সংখ্যায় দরুদ ও সালাম পেশ করো। কেননা তোমাদের দরুদ আমার সামনে পেশ করা হয়।’ এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমাদের দরুদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে, অথচ আপনি তো মাটির সাথে মিশে যাবেন? তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা নবী সা:গণের দেহ ভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন।’
– নাসায়ি-১৩৭৪, আবু দাউদ-১০৪৭, ১৫৩১, আহমাদ-১৫৭২৯, দারেমি-১৫৭২
ভালোবাসার আতিশয্য নয়
আলী রা: ইবনুল কাওয়াকে বলেন, তুমি কি জানো, প্রথম ব্যক্তি কি বলেছেন? তোমার বন্ধুকে সঙ্গত সীমা পর্যন্ত ভালোবাসো। অসম্ভব নয় যে, সে একদিন তোমার শত্রু হয়ে যেতে পারে। তোমার শত্রুর সাথে তোমার শত্রুতাকে সীমিত রাখো। অসম্ভব নয় যে, সে একদিন তোমার বন্ধু হয়ে যেতে পারে। (তিরমিজি, হা-১৯৪৭)
আল আদাবুল মুফরাদ : ইমাম বুখারি-১৩৩৫