অনলাইন ডেস্ক ০২ অক্টোবর ২০২২, ১৯:২৭

সবার মধ্যে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের আন-নুর ইসলামিক কেন্দ্রে একটি বিশেষ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রটি কেন্টাকির বৃহত্তম শহর লুভলে অবস্থিত।

গত এক সপ্তাহ আগে ‘উন্মুক্ত মসজিদ দিবসে’র আওতায় কর্মশালাটি শুরু হয়। এটির উদ্দেশ্য সবার মধ্যে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেয়া এবং ইসলাম সম্পর্কে তাদের মধ্যে থাকা ভুল ধারণা দূর করা।

আরবি সংবাদমাধ্যম আলুকা জানিয়েছে, ‘গেইন পিস’ নামের একটি ধর্মীয় সংস্থা এই কর্মশালার উদ্যোক্তা। গেইন পিসের কাজ হচ্ছে- মানুষকে ইসলামের সত্যটা জানানো। তাদের শ্লোগান- ‘শেয়ারিং ইসলাম, শেয়ারিং পিস’।

গেইন পিস কেন্দ্রের পরিচালক ড. সাবিল আহমাদ এ প্রসঙ্গে বলেন, ‘মুসলিমরা মসজিদগুলো প্রতিবেশীদের জন্য খুলে দিচ্ছেন। যাতে প্রতিবেশীরা ইসলাম ও মুসলিমদের সম্পর্কে জানতে পারেন। একইসাথে মসজিদে ইসলাম সম্পর্কে তাদের নানা প্রশ্নের উত্তরও দেয়া হচ্ছে।’

সূত্র : আলুকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *