একই অ্যাপার্টমেন্টে থাকেন মার্কিন নাগরিক রায়ান কেলি ও তার এক মুসলিম বন্ধু। বন্ধুর প্রতি ভালোবাসা থেকে তার সেহরির জন্য নিজের পছন্দের খাবার ডিমের স্যান্ডউইচ তৈরি করেছেন কেলি। এতে তার বন্ধু বেশ মুগ্ধ হয়েছেন।
শুক্রবার আলজাজিরা মুবাশির এ নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে- মুসলিম বন্ধুর প্রতি কেলির এ অকৃত্রিম ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
সামাজিকমাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত একটি ভিডিওতে কেলিকে বলতে শোনা যাচ্ছে- আমার ঘুম আসছিল না। তাই ভাবলাম- বন্ধুর সেহরি তৈরি করে দিই।
আলজাজিরা জানায়, ওই মুসলিম বন্ধু ঘুম থেকে উঠে দেখেন- তার দস্তরখানে সেহরি প্রস্তুত। অমুসলিম বন্ধু রোজা না রেখেও তার প্রতি এ ভালোবাসা দেখানোয় মুগ্ধ হন তিনি।
ওই ভিডিওতে আরো দেখা যায়- কেলির বানানো স্যান্ডউইচ পুড়ে গেছে। এ বিষয়ে তিনি বলেন, আমি তা দক্ষতা থেকে নয়, ভালোবাসা স্বরূপ বানিয়েছি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্রঃআলজাজিরা