২১ অক্টোবর ২০২২, ৫ কার্তিক ১৪২৮, ২৪ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) যুক্তরাজ্যের রাজা ৩য় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০নং ডাউনিং স্ট্রিটে আনুষ্ঠানিকভাবেও পদত্যাগের ঘোষণা দেন লিজ ট্রাস।

প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ট্রাস।

লিজ ট্রাস ব্রিটেনের রাজনৈতেক ইতিহাসে সবচেয়ে কম ৪৪ দিনের প্রধানমন্ত্রী ছিলেন। উত্তরসূরি নির্বাচিত হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে দলীয় প্রধান হন লিজ ট্রাস। পরে নিয়ম অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রী হন। সূত্র : বিবিসি, আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *