অনলাইন ডেস্ক।সোমবার, ২৪ অক্টোবর ২০২২, ৯ কার্তিক ১৪২৯

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি কমেছে। বিশ্বের সর্ববৃহৎ ক্রুড তেল আমদানিকারক দেশ চীনে সেপ্টেম্বরেও চাহিদা কম ছিল।

সোমবার (২৪ অক্টোবর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সকালে ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারিলপ্রতি ১ দশমিক ২ শতাংশ কমে ৮৪ দশমিক শূন্য ২ ডলারে দাঁড়ায়।

প্রতিবেদনে বলা হয়, চীন গত সেপ্টেম্বর মাসেও দৈনিক ৯ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল ক্রুড তেল আমদানি করে, যা গত বছরের চেয়ে দুই শতাংশ কম। তবে চলতি বছরের আগস্টের চেয়ে বেশি।

এদিকে পূর্বাভাসের চেয়ে চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে। একবছর আগের চেয়ে তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ। এর আগে রয়টার্সের এক জরিপে বলা হয়, এই সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চীনের অন্যান্য অর্থনৈতিক পরিসংখ্যানও বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশটির প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয়ের ক্ষমতা গ্রহণের একদিন পরেই এ তথ্য প্রকাশ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *